আত্মঅনুসন্ধানের গল্প: নীল জানালার চিঠি

নীল জানালার চিঠি: কলেজের করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে রুদ্রর মনে হচ্ছিল, চারপাশের সবাই যেন দৌড়াচ্ছে জীবনের দিকে, শুধু সে একাই থেমে আছে কোথাও। প্রতিদিনের ক্লাস, পরীক্ষার তারিখ, নোটিশ বোর্ডের রুটিন – সব কিছুই যেন যান্ত্রিক। অথচ তার দিন কেটে যায় সেই জানালার ধারে দাঁড়িয়ে, যে জানালাটা কলেজ ভবনের পেছনে। জানালাটা বেশ পুরোনো, রঙ প্রায় উঠে গেছে, তবু সেখানে একধরনের শান্তি আছে। জানালার বাইরে এক বিশাল কৃষ্ণচূড়া গাছ, বসন্ত এলেই সে গাছ লাল ফুলে জ্বলে ওঠে। রুদ্র ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গল্প-কবিতা পড়ার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই, তবে কলেজে এসে লেখার প্রতি আসক্তি বেড়ে গেছে। বন্ধুদের ভিড়ে সে একটু নিরালায় থাকতে ভালোবাসে, আর সেই নিরালা খুঁজে পায় এই নীল জানালার ধারে। জানালার পাশে একটা টানা বেঞ্চে সে প্রায় প্রতিদিন বসে থাকে, একা। কয়েক মাস আগে, একদিন সেখানে বসে হঠাৎ খেয়াল করল, জানালার সিলে একটা ছোট্ট কাগজ রাখা। কৌতূহলবশত খুলে দেখল সেখানে লেখা— তুমি কি জানো, এই জানালার পাশের কৃষ্ণচূড়াটা কবে প্রথম ফুল ফুটিয়েছিল? আমি জানি। আমি সেদিন এখানে দাঁড়িয়ে ছিলাম। রুদ্র ভেবেছিল, কেউ হয়তো মজা করে লিখেছে। কিন্...